আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অপরাধে ২ ব্যক্তিকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার ১৯ জুন সন্ধ্যায় যমুনা নদীর বাগুটি এলাকায় অভিধান চালিয়ে এই জরিমান করা হয়।
দৌলতপুর উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার দুর্গম চরাঞ্চল বাঘুটিয়া-জিয়নপুর ইউনিয়ন সংলগ্ন যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বাল উত্তোলন করায় শাহীন রহমান ও জামাল ফকির নামের ২ ব্যক্তিকে চার লাখ টাকা অর্থদণ্ড করা হয়। তাদের বাড়ি রাজবাড়ী জেলায়।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার বলেন, বালু উত্তোলনে ব্যবহৃত দুটি বাল্কহেড কাটিং মেশিন (ড্রেজার) জব্দ করা হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২টি মামলায় তাদের নিকট থেকে ৪ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।