আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার আব্দুর রউফ সরকার। সন্ত্রাস, জঙ্গিবাদ, কিশোর অপরাধ, মাদক-জুয়া, ইভটিজিং পারিবারিক কলহ বাল্যবিবাহসহ অন্যান্য অপরাধ দমনে এবং ওয়ারেন্ট তামিলে অনন্য অবদান রাখায় তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
সোমবার (১৯ জুন) জেলা পুলিশ কনফারেন্স রুমে আয়োজিত মাসিক অপরাধ সভায় আনুষ্ঠানিকভাবে এই পদক তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান (পিপিএম বার)। এসময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রউফ সরকার বলেন, আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করছি।
মানিকগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান ও সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান স্যারের দিক নির্দেশনা ও সহযোগিতায় মানিকগঞ্জ সদর থানাকে জনগণের সেবা প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হয়েছি। সকলের সহযোগিতায় মানিকগঞ্জ থানায় এখন তাৎক্ষণিক সেবা পাচ্ছেন সর্বস্তরের জনগণ।
পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, কাজের অফিসিয়াল স্বীকৃতি হিসেবে আব্দুর রউফ সরকারকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এই পুরস্কার অন্য অফিসারদের পেশাগত দায়িত্বে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি বললেন, পুলিশের সকল ইউনিটের ইনচার্জ, অফিসারসহ সকল সদস্যদের দায়িত্বশীল ভূমিকা মানিকগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।