আগৈলঝাড়া,(বরিশাল).প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বড় মগড়া গ্রামে বজ্রপাতে দুই জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বাকাল ইউনিয়নের বড়মগড়া গ্রামের পলাশ মধুর স্ত্রী শিবানী মধু (২৬) ও একই বাড়ির অতুল মধুর স্ত্রী বিথী মধু (২৫) ঘরের দরজা খুলে বের হবার সময়ে আকস্মিক বজ্রপাতের আঘাতে তারা আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিসৎক ডা. গোলাম মোশের্দ সজিব জানান, বজ্রপাতে আহত দুই জনের মধ্যে একজনের জ্ঞান ছিলো না। তাদের দু’জনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: [email protected]