তাপস মজুমদার (কালিগঞ্জ-সাতক্ষীরা) প্রতিনিধি:
কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৯ জুন সোমবার সকাল ১১ টায় ২০২২-২০২৩ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল (বিবিজি) ১ম কিস্তি হতে বিষ্ণুপুর ইউনিয়নে শিক্ষার মানোন্নয়নে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও ইউপি সচিব মো: মনজুর আলম এর সঞ্চালনায় স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ক্লাব সংগঠনের নেতৃবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ ।
শিক্ষার মানোন্নয়ন ও কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রাথমিক শিক্ষা-প্রতিষ্ঠান হতে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে এই স্কুল ব্যাগ প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে শিক্ষার পাশাপাশি “মাদককে না বলি মাদক ছেড়ে খেলা ধরি” এই স্লোগানকে সামনে রেখে ইউনিয়নের খেলার মান উন্নয়নে ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি ফাজিল মাদ্রাসা, ৫টি ক্লাবকে ফুটবল ও ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।
পরে প্রধান অতিথি ইউনিয়ন পরিষদ চত্বর, গ্রাম আদালতের বিচার কার্যক্রম, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সহ ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।