ঢাকা১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

বার্তা বিভাগ
জুন ১৮, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ :

জামালপুরের নির্ভীক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্ত ইউপি চেয়ারম্যানসহ সকলের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মানিকগঞ্জ জেলা প্রেসক্লাব।

রোববার (১৮ জুন) সকাল ১১টায় প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে মানিকগঞ্জ পাবলিক লাইব্রেরির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত হামলা-মামলা ও হত্যা সহ নানা জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন।

কিন্তু এসব ঘটনার সুষ্ঠু বিচার হচ্ছে না। সাংবাদিকদের ওপর হামলার বিচার না হওয়ায় আজ জামালপুরের সাংবাদিক নাদিমকে এভাবে হত্যার সাহস পেয়েছে ক্ষমতাসীন ব্যক্তিরা।
সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম.নুরুজ্জামান, সহ সভাপতি এ.বি খান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তজুমুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার শামীম আল মামুন, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন সাইফুল, জাতীয় সাংবাদিক সংস্থা মানিকগঞ্জ জেলা শাখা সভাপতি মোহাম্মদ আবুল হোসেন, সাটুরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, হরিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিকুর রহমান প্রমুখ ।

এ সময় মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সাথে জাতীয় সাংবাদিক সংস্থা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করেন। বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]