রায়হান সিদ্দিকী , শার্শা উপজেলা প্রতিনিধি:
আগামী ১৭ জুলাই আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে রবিবার (১৮ জুন) বিকাল ৪ টা পর্যন্ত ছিলো মনোনয়ন দাখিলের শেষ দিন। দিন শেষে ৪ জন মেয়র প্রার্থী, ১৭ জন সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন মনোনয়ন দাখিল করেছেন।
মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন, ১)বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, (২)আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন উজ্জল (৩) সি এন্রড এফ ব্যাবসায়ী মফিজুর রহমান সজন, ও (৪) বেনাপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন।
অন্যদিকে ০১ নং মহিলা আসনে কাউন্সিলর পদে ০৫ জন, ২ নং সংরক্ষিত আসনে ০৯ জন, ০৩ সংরক্ষিত আসনে ০৩ জন এবং পুরুষ ০১ নং সাধারণ আসনে ০৩ জন, ০২ নং সাধারণ আসনে ০৫ জন, ০৩ নং সাধারণ আসনে ০৭ জন, ০৪ নং সাধারণ আসনে ০৬ জন, ০৫ নং সাধারণ আসনে ০৬ জন, ০৬ নং সাধারণ আসনে ০৬ জন, ০৭ নং সাধারণ আসনে ০৬ জন, ০৮ নং সাধারণ আসনে ০৮ জন এবং ০৯ নং সাধারণ আসনে ০৬ জন সহ ৭৪ জন মনোনয়ন দাখিল করেছেন।
শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ সাংবাদিকদের জানান, আগামী ১৭ জুলাই বেনাপোল পৌরসভা নির্বাচন উপলক্ষে ৪ জন মেয়র প্রার্থী, ১৭ জন সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন সহ মোট ৭৪ জন মনোনয়ন দাখিল করেছেন। আগামী ২৫ জুনের মধ্যে প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ১৯ জুন সোমবার প্রার্থীতা যাচাই বাছাই চলবে।