ঢাকা১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বাস্থ্যমন্ত্রীর উন্নয়নে বদলে গেছে মানিকগঞ্জ- সাটুরিয়ার চিত্র

বার্তা বিভাগ
জুন ১৭, ২০২৩ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:

বর্তমান সরকারের শাসন আমলে ১৪ বছরে উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে সাটুরিয়া ও মানিকগঞ্জের অবহেলিত জনপদ।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দের দিকপাল মানিকগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দায়িত্ব গ্রহণের পর থেকে উন্নয়ন বঞ্চিত মানিকগঞ্জ ও সাটুরিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লেগেছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের নিজ দূরদর্শিতা বিচক্ষণতা ও বুদ্ধিমত্তায় মানিকগঞ্জ ৩- আসনের অভাবনীয় উন্নয়নে ঘুরে দাঁড়িয়েছে সাটুরিয়া ও মানিকগঞ্জ সদর উপজেলা।
এই উপজেলা ২টির দৃশ্যমান উন্নয়ন স্বাস্থ্য খাত : মানিকগঞ্জ জেলা সদরে প্রতিষ্ঠা করেছে কর্নেল মালেক মেডিক্যাল কলেজ ও ৫শ’ শয্যার আধুনিক হাসপাতাল।

মানিকগঞ্জ জেলার হাজার হাজার মানুষ ইতোমধ্যেই এর সুফল ভোগ শুরু করেছে। শুধু মানিকগঞ্জই নয়; আশপাশে অন্যান্য জেলার অসংখ্য মানুষ সুবিধা ভোগ করছে।

২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল চালু হওয়ায় চিকিৎস্যা সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে। ১০০ শয্যার জরাজীর্ণ হাসপাতালটির পাশেই নবনির্মিত সুরম্য ৮ তলা ভবনের এই হাসপাতালে অত্যাধুনিক সবধরনের সুবিধাসহ স্বাস্থ্য সেবা শুরু হয়েছে। এখন মানিকগঞ্জের তাৎক্ষণিক স্বাস্থ্য সেবার সুবিধা ভোগ করছে আপামর জনসাধারণ।

মানিকগঞ্জবাসীর দীর্ঘদিনের কাঙ্খিত স্বপ্নের পূর্ণাঙ্গ ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে।

জেলা সদর হাসপাতালের পাশেই নির্মাণ করা হয়েছে সরকারী নার্সিং ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানটি চালুর ফলে মানিকগঞ্জের কর্মমুখী তরুণ-তরুণীরা নার্সিং পেশার আগ্রহী হয়ে উঠেছে। বের হচ্ছে প্রশিক্ষিত নার্স।

নির্মিত হয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে। মানিকগঞ্জ-গড়পাড়া সড়কের পাশে মানিকগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের কার্যক্রম চালু হয়েছে। জেলা সদরে নির্মিত হয়েছে ১০ তলা জুডিসিয়াল ভবন, জেলা নির্বাচন কার্যালয়, মানিকগঞ্জ জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জেলা রেজিস্টার
ভবন, জেলা রের্কড রুম ভবন, জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা ও তথ্য কেন্দ্রের ৪ তলা ভবন। বেউথা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। গণগ্রন্থাগার ভবন।

সড়ক -মহাসড়ক: মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে জেলা শহরের মাঝ দিয়ে বেউথা এলাকার ঢাকা-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাথে যুক্ত হয়েছে।
ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া মহাসড়কের সদর উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড থেকে বেশ কয়েকটি বৃহৎ সেতু নির্মাণ এবং সিঙ্গেল লেন সড়কের পরিবর্তে ডবল লেনের পাকা সড়ক নির্মাণের মাধ্যমে সাটুরিয় উপজেলাকে জেলা সদরের সঙ্গে যুক্ত করা হয়েছে। এ দুটি দীর্ঘ সড়ক নির্মাণের ফলে সাটুরিয়াবাসীর দীর্ঘদিনের আকাক্সক্ষা পূরণ হয়েছে।

মানিকগঞ্জ সদর উপজেলার বাংলাদেশ হাট থেকে তিল্লী, দড়গ্রাম হয়ে সাটুরিয়া উপজেলা সদরের সাথে যোগাযোগ সহজতর করার জন্য পাকা সড়কসহ ধলেশ্বরী নদীর ওপর নির্মাণ করা হয়েছে বিশাল তিনটি সেতু। বাংলাদেশ হাট থেকে তিল্লী, দড়গ্রাম, সাটুরিয়াসহ পাকুটিয়া হয়ে যোগ হয়েছে টাঙ্গাইল জেলার সাথে। এতে করে এই এলাকার গ্রামগুলোর হাজার হাজার মানুষ অভাবনীয় সুবিধা ভোগ করবে।

মানিকগঞ্জ সদর উপজেলার বাংলাদেশ হাট থেকে দীর্ঘ কার্পেটিং সড়ক তিল্লী এলাকায় ধলেশ্বরী নদীর ওপর বিশাল সেতু পার হয়ে দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের সঙ্গে যোগ হয়েছে। এর ফলে এ এলাকার বিশাল জনগোষ্ঠীর একটি বড় দাবি পূরণ হলো।

ঐতিহাসিক নিদর্শন ও পর্যটন কেন্দ্র : মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় রয়েছে ঐতিহাসিক নিদর্শন। যা এখন পর্যটন কেন্দ্রে রুপান্তরিত হয়েছে। মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলায় বালিয়াটি জমিদারবাড়ির ৪টি সিংহদ্বারের ভেতর বিশাল আকারের ৪টি অট্টালিকা, ৬টি পাকা ঘাটলাসহ বিশাল পুকুর ও অন্যান্য স্থাপনা দর্শনার্থীকে মুগ্ধ করে। পর্যটন কর্পোরেশন এই জমিদারবাড়িটিকে সম্প্রতি পর্যটন কেন্দ্র ঘোষণা করে ব্যাপক উন্নয়ন করার ফলে সারাদেশ থেকে আসা পর্যটকদের আগমনে সারাবছর উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ।

মানিকগঞ্জ শহরের খাল উন্নয়ন : মানিকগঞ্জ শহরের মাঝ দিয়ে প্রবাহিত ১.৬১ কিলোমিটার দীর্ঘ ২০০ বছরের প্রাচীন খালটি দখল ও দূষণমুক্ত করা হয়েছে। দীর্ঘদিন যাবত খালটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়ে পড়েছিল। সম্প্রতি পৌরসভা এই খালটিকে দখলমুক্ত ও সংস্কার করে, ওয়াকওয়ে নির্মাণ, সারাবছর পানি ধরে রেখে নানা ধরনের সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে। প্রকল্পটি শেষ হলে মানিকগঞ্জ পৌরসভার জনগণের একটি বড় দাবি পূরণ হবে।

শিল্পকলা একাডেমি কমপ্লেক্স: মানিকগঞ্জ শহরে আধুনিক মিলনায়তন বা শিল্পকলা একাডেমির নিজস্ব ভবন ছিল না। সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মানিকগঞ্জে নির্মিত হয়েছে ৭শ’ আসনের অত্যাধুনিক মিলনায়তনসহ শিল্পকলা একাডেমি কমপ্লেক্স। যা জেলার শিল্প-সংস্কৃতির বিকাশে অসামান্য ভূমিকা রাখতে শুরু করেছে।
জেলা সদরে নতুন আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হওয়ায় গ্রামীণ জনগোষ্ঠী চরম দুর্ভোগের হাত থেকে রেহাই পেয়েছে। প্রবাসে চাকরি করতে যাওয়ার ক্ষেত্রেও সুবিধা পাচ্ছে মানিকগঞ্জের গ্রামীণ জনপদের মানুষ।

শিক্ষাখাত: মানিকগঞ্জ ও সাটুরিয়া উপজেলা ১৪৭টি সরকারি- বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়েছে। এছাড়া ৩ থেকে ৪ তলা বিশিষ্ট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় করা হয়েছে।
বিদ্যুৎ : শতভাগ বিদ্যুতের আওতায় আনা হয়েছে এই দুই উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীকে।
মডেল মসজিদ : সাটুরিয়া উপজেলার উপজেলায় নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন মডেল মসজিদ। এসব উন্নয়নের সুবিধা পাচ্ছে এই অঞ্চলের সর্বস্তরের জনগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]