মোহাম্মদ জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামে এক বাক প্রতিবন্ধীর উপর পরিবার কর্তৃক গতকাল শুক্রবার(১৬/৬) সন্ধাবেলায় নির্যাতনের অভিযোগ ওঠেছে। বাকপ্রতিবন্ধী হেদায়েতউল্লাহ এখন আশংকা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে আছেন।
ঘঠনা সূত্রে জানা যায়, জুলাইপাড়া গ্রামের মজিদ মিয়ার ৪ মেয়ে ২ ছেলের মধ্যে বড় ছেলে মোঃ হেদায়েতউল্লাহ(২৮)। জন্মের সময় থেকেই বাকপ্রতিবন্ধী সে।গতকাল সন্ধায় পরিবারের লোকজন মিলে তাকে প্রচন্ড মারধর করলে রক্তাক্ত হয়ে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়।
হেদায়েতউল্লাহ গত তিন বছর আগে একই গ্রামের আবুল খায়ের মিয়ার মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে ১টি ফুটফুটে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই ছেলের পরিবারে সাথে পুত্রবধুর টানাপোড়েন চলে আসছে। তাই বাকপ্রতিবন্ধী হেদায়েতুল্লাহর বউকে তার সন্তানসহ বাবার বাড়িতে চলে যেতে হয়। প্রতিবেশীরা এই ঘটনাকে বাকপ্রতিবন্ধী হেদায়েতউল্লাহ বউয়ের পক্ষ হয়ে প্রতিবাদ করার কারনে ঘঠেছে বলে অভিযোগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, তার বউকে পরিবারের সকলে মিলে অত্যাচার করে বাড়ি থেকে বের করায় বাকপ্রতিবন্ধী হেদায়েতউল্লাহ দীর্ঘদিন ধরেই বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তার বউকে এনে দেওয়ার জন্য বুঝানোর চেষ্টা করে আসছে।কিন্তু পরিবার থেকে হেদায়েতুল্লাহর চাহিদা মিটানোর কোন চেষ্টা করা হয়নি তাই হেদায়েতউল্লাহ পরিবারের উপর ক্ষিপ্ত ছিলেন বলে বিভিন্ন ভাবে পরিবারের উপর ক্ষোভ প্রকাশ করতে থাকেন। তার ক্ষোভ প্রকাশের কারণে পরিবারের সকলে মিলে তার উপর পাশবিক নির্যাতন শুরু করে আসছেন অনেকদিন ধরে, এমনটাই জানান প্রতিবেশী।
এদিকে ঘটনার স্থল সরেজমিনে পরিদর্শন করেন শিবপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই শেখ কামাল এবং তিনি বলেন, ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করেছি এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।