ঢাকা১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

 চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোঃ মজলু আলীর দশটি ঘর আগুনে পুড়ে ছাই

বার্তা বিভাগ
জুন ১৬, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মোসা: বেবিয়ারা খাতুনশিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায় যে, শুক্রবার বেলা ১১.৪০ মিনিটে রান্নাঘরের আগুন থেকে মুহূর্তেই আশপাশের ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং আগুন লাগার সাথে সাথে শিবগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে তাদের দুইটি মোটরসাইকেল তিনটি ফ্রিজ ও নগদ অর্থসহ বাড়ীর আসবাবপত্র ও সকল কিছুই পুড়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস এর অফিসার ইনচার্জ খন্দকার আকবর আলী জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে রান্না ঘরের আগুন থেকে ঘটনার সূত্রপাত। আমরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে এনেছি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]