এম জালাল উদ্দীন,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় দুই মাদক ব্যবসায়ী ও ৬ জন পরোয়ানাভুক্ত সহ অন্যান্য মামলার আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পাইকগাছা থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর নির্দেশনা মোতাবেক উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী এবং পরোয়ানাভুক্ত সহ অন্যান্য মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পাইকগাছা থানাধীন চাঁদখালী ইউনিয়নের বড়দল ব্রীজের পূর্ব পাশের পাকা রাস্তা থেকে এস.আই সুভাষ রায় সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে ধামরাইল গ্রামের মফিজ উদ্দিন গাজীর এর ছেলে মোঃ হানিফ গাজী (২১) কে ৫০’গ্রাম মাদকদ্রব্য গাঁজা বিক্রিয়কালে হাতেনাতে গ্রেফতার করেছে।
অপরদিকে এসআই ব্রজ কিশোর সঙ্গীয় ফোর্স নিয়ে রাড়ুলীর কাটিয়াপাড়া গ্রাম থেকে লোকমান গাজীর ছেলে মোঃ হেলাল গাজী(৩২)কে গাজা বিক্রয়কালে ৫০ গ্রামসহ নাতেহাতে গ্রেফতার করেছে।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৬ জন পরোয়ানাভুক্ত সহ অন্যান্য মামলার আসামিদের গ্রেফতার করেছে থানা পুলিশ।
উপরে উল্লেখিত বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত’সহ উক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে এবং শুক্রবার তাদের সকলকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।