ঢাকা১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

হরিরামপুরে ২০০ দুগ্ধখামারীর মাঝে সনদ বিতরণ

বার্তা বিভাগ
জুন ১৫, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জ প্রতিনিধি:

দুগ্ধ ব্যবস্থাপনায় উত্তম চর্চা বিষয়ক ২ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠানে ২০০ খামারির মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১৫ জুন সকাল দুপুর ১ টায় মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে হরিরামপুর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের প্রশিক্ষণ রুমে বেলা এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:মো: জহুরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা ভেটেনারি সার্জন ডা:সেমন্ত কুমার ভৌমিক এর সঞ্চালনায় এবং এলডিডিপি এর বাস্তবায়নে উক্ত প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:মো:মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো:শাহরিয়ার রহমান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা মো:সাইফুল ইসলাম।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা :মো:জহুরুল ইসলাম জানান,জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এর আয়োজনে আমার উপজেলায় দুগ্বখামার ব্যবস্থাপনায় ২ দিন ব্যাপি প্রশিক্ষণ ও ২০০ খামারিদের মাঝে সনদ প্রদান করা হয়েছে। যা খামারীদের দুগ্ধ উৎপাদন সংরক্ষণ ও বিতরণে সহায়তা করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com