মানিকগঞ্জ প্রতিনিধি:
দুগ্ধ ব্যবস্থাপনায় উত্তম চর্চা বিষয়ক ২ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠানে ২০০ খামারির মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৫ জুন সকাল দুপুর ১ টায় মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে হরিরামপুর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের প্রশিক্ষণ রুমে বেলা এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:মো: জহুরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা ভেটেনারি সার্জন ডা:সেমন্ত কুমার ভৌমিক এর সঞ্চালনায় এবং এলডিডিপি এর বাস্তবায়নে উক্ত প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:মো:মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো:শাহরিয়ার রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা মো:সাইফুল ইসলাম।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা :মো:জহুরুল ইসলাম জানান,জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এর আয়োজনে আমার উপজেলায় দুগ্বখামার ব্যবস্থাপনায় ২ দিন ব্যাপি প্রশিক্ষণ ও ২০০ খামারিদের মাঝে সনদ প্রদান করা হয়েছে। যা খামারীদের দুগ্ধ উৎপাদন সংরক্ষণ ও বিতরণে সহায়তা করবে।