ঢাকা১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন আর নেই

বার্তা বিভাগ
জুন ১৫, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

তাপস মজুমদার,কালিগঞ্জ-সাতক্ষীরা প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামীলীগ কালীগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি,বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কালীগঞ্জ উপজেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন(১৫জুন) বৃহস্পতিবার দিবাগত রাত ১২.০০ ঘটিকায় ঢাকায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন।

( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মরহুমের নামাজের জানাযা আজ বাদ আছর বন্দকাঠি বাগেরমাঠ ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে।

তিনি দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন ভারতে গিয়েও চিকিৎসা গ্রহণ করেছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বৃন্দ সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সম্মানিত সামাজিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখা ও কালীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ, কালিগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ বিষ্ণুপুর এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মহান সৃষ্টিকর্তা রিয়াজ ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন- এমনটাই প্রার্থনা ছিল সর্ব সাধারণের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]