ঢাকা২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

খুলনার পাইকগাছায় বঙ্গবন্ধু বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল খেলার শুভ উদ্বোধন

বার্তা বিভাগ
জুন ১৪, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় গজালিয়া উদয়ন সংঘ ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-চাঁদখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ সরদার, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কায়ূম হোসাইন নান্নু, মুক্তিযোদ্ধা বি এম আনিছুর রহমান, ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান, প্রভাষক মোরাকরাম উল আজাদ, মোঃ আজিজুল গাজী’সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলাটি গড়ইখালী ইউনিয়ন অনূর্ধ্ব ১৭ ফুটবল একাদশ বনাম চাঁদখালী অনূর্ধ্ব ১৭ ফুটবল একাদশ এরমধ্যে অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com