মোঃ আবু জাহিদ, কুষ্টিয়া:
কুষ্টিয়া ভেড়ামারায় তুষার মন্ডল জিম (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ ১৩ই জুন, সকালের দিকে ভেড়ামারা প্রফেসর পাড়ার রুবেল অটো এর বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন- ভেড়ামারা উপজেলার ফজলু রহমানের ছেলে তুষার মন্ডল জিম।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালের দিকে ভেড়ামারা প্রফেসর পাড়ায় গোলাম মস্তোফা রুবেল বাড়িতে সিঁড়ির কাছে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তবে তাকে কে বা কাহারা কি কারণে হত্যা করা হয়েছে এ বিষয়ে বলতে পারেননি। তদন্ত চলছে তদন্ত করে সব জানানো হবে বলে তিনি জানান ।