ঢাকা১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপি আবার অগ্নি সন্ত্রাসের বার্তা দিচ্ছে – তথ্যমন্ত্রী

বার্তা বিভাগ
জুন ১২, ২০২৩ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

আরফিনুল ইসলাম, জেলা প্রতিনিধি নীলফামারী:

তথ্য মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামাত আবার অগ্নি সন্ত্রাসের বার্তা দিচ্ছে। গতকাল  জামায়াতে ইসলামি ঢাকার সমাবেশে ঘোষনা দিয়েছে আগামী নির্বাচন প্রতিহত করবে। এই ঘোষনাটা মুলত বিএনপি জামায়াতকে দিয়ে দিয়েছে।

রবিবার (১১ জুন)  বিকেলে নীলফামারী শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি আবারও অগ্নি সন্ত্রাস শুরু করবে। সেটিরই ইঙ্গিত তাদের(জামায়াতের) মিটিং থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়,এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায়। তারা ঘোলা পানিতে মাছ স্বীকার করতে চায়। তারা জানে যে নির্বাচনে বিএনপির সম্ভাবনা নাই। সেটি জেনেই তারা নির্বাচন ভুন্ডল করার জন্য পায়তারা করতেছে। তবে সে সুযোগ তাদের দেওয়া হবেনা।যারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করতে হবে।

তথ্য মন্ত্রী আরও বলেন,  নির্বাচনে জয়লাভ করার অন্যতম প্রধান নিয়ামত শক্তি হচ্ছে সাংগাঠনিক শক্তি। সংগঠন যেখানে শক্তিশালী, আওয়ামী লীগকে সেখানে পরাজিত করার শক্তি কারও নাই, কেউ সেই ক্ষমতা রাখেনা।

বর্ধিত সভায় তথ্য মন্ত্রী হাছান মাহমুদ বাংলাদেশের উন্নয়নের কথা তুলে ধরে নেতা কর্মীদের আরও বেগবান ও বিএনপি জামায়াতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহব্বান জানায়। এসময় বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি, জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক মমতাজুল হকসহ জেলা ও উপজেলার সভাপতি-সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]