ঢাকা১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সাইকেল বিতরণ

বার্তা বিভাগ
জুন ১২, ২০২৩ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

তাপস মজুমদার,(কালিগঞ্জ-সাতক্ষীরা) প্রতিনিধি:

কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জুন) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে বাইসাইকেল ও পোশাক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী ও মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন,প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ।

প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য বলেন”মাননীয় প্রধানমন্ত্রী গ্রাম পুলিশদের যোগাযোগের ক্ষেত্রে দুর্ভোগ দূর করতে সারাদেশের গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে আজকে কালিগঞ্জ উপজেলা গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হলো।

জন্ম-মৃত্যু নিবন্ধন,বাল্যবিবাহ রোধ,মাদক নির্মূল ও ইউনিয়নের আইনশৃংখলা বিষয়সহ বিভিন্ন কাজে ইউনিয়ন পরিষদে এবং বাড়ি বাড়ি গিয়ে দ্রুত সেবাদান ও দায়িত্ব-কর্তব্য পালনে এই বাই সাইকেলগুলো গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে। শুধু এই বাই সাইকেলই নয় গ্রাম পুলিশদের ভাতা, পোশাক, টর্চ লাইট থেকে শুরু করে সব রকমের সুযোগ-সুবিধা দিয়ে আসছেন বর্তমান সরকার।

অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের ১৪২ জন দফাদার ও মহল্লাদারের মাঝে বাই সাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ করা হয়।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও শারীরিক নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের জন্য নির্মিত ব্যারাকের উদ্বোধন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]