ঢাকা৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বালাসী-বাহাদুরাবাদ টানেল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন এম.পি  রিপন

বার্তা বিভাগ
জুন ১০, ২০২৩ ৭:২২ পূর্বাহ্ণ
Link Copied!

সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি:

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও গাইবান্ধা-৫(সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ
হাসান রিপন বলেছেন,শুধু আমার নির্বাচনী এলাকা নয় বালাসী-বাহাদুরাবাদটানেল নির্মাণ করে গোটা উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চাই।

ইতোমধ্যেই সাঘাটা-ফুলছড়িতে তিনটি আঞ্চলিক মহাসড়ক, ৩১ শয্যার সাঘাটা হাসপাতাল ৫০ শয্যায় উন্নীত করণ,বিভিন্ন স্থানে ব্রিজ -কালভার্ট নির্মাণ ওবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক কাজ চলছে। আগামী নির্বাচনেআবারো আ.লীগের বিজয় নিশ্চিত করতে দলের ভেদাভেদ ভুলে আ.লীগের সকলনেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

গতকাল শুক্রবার বিকেলে গাইন্ধার সাঘাটা উপজেলা আ.লীগ আয়োজনে উপজেলা  পরিষদ অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভা, সদস্য সংগ্রহ ওনবায়ন উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সাঘাটা উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. এসএম সামশীল আরেফিন টিটুর সভাপতিত্বে এবং সাঘাটা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলমস্বপন এর সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আ.লীগেরসাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম , প্রচার সম্পাদক পিয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রিংকু, মহিলাআ.লীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস শাপলা, সহ-সভাপতি হায়দার আলী,বীরমুক্তিযোদ্ধা নাজমুল হুদা দুদু, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল, আ.লীগ নেতা খায়রুল বাশার রুবেল প্রমুখ।

সভা শেষে উপজেলা আ.লীগের সদস্য সংগ্রহ ও সদস্য সবায়ন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]