ঢাকা৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নীলফামারীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ বিজয়ীদের সংবর্ধনা প্রদান

বার্তা বিভাগ
জুন ১০, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আরফিনুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

জমকালো আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর শিরোপা জেতা নীলফামারীর পূর্ব-পঞ্চপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১০ জুন) নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সদর উপজেলা পরিষদের আয়োজনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও নীলফামারী – ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) শাহ রেজওয়ান হায়াত, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার । উক্ত অনুষ্ঠানের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় প্রাথমিক শিক্ষা এক অনন্য পর্যায়ে গেছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে ল্যাপটপ বিতরণ করা হয়েছে যা ডিজিটাল বাংলাদেশের উপহার। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে, অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। সেই সাথে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষাব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধন করে যাচ্ছেন।’

এসময়, নীলফামারী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মজিবুল হাসান চৌধুরী শাহীন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, নীলফামারী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস.এম সফিকুল আলম ডাবলু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের নতুন যোগদানকৃত ৯৬ জন শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের অতিথিরা। এর আগে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]