ওয়াহিদুর রহমান,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-
জগন্নাথপুর ও শান্তিগঞ্জ-৩ আসনের নির্বাচিত সাংসদ ও বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দেশে বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে চিন্তার কোন কারণ নেই। অচিরেই বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে পানি, বিদ্যুৎ, গ্যাস সরবরাহে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকার জনসাধারণের কাজের সরকার। এই সরকারের আমলে যে পরিমাণ দেশে উন্নয়নমূলক কাজ হয়েছে তা দেখে একটি কুচক্রী মহল তা সহ্য করতে পারছে না বলে অহেতুক প্রভাগান্ডা উড়িয়ে দেশে সংঘাত তৈরি করতে চায়। এদের প্রতি সজাগ দৃষ্টি ও অবলম্বন করে চলবেন।’
পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান বলেন, হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই মিলেমিশে চলতে চাই। প্রধানমন্ত্রী দেশের গরীব মানুষদের আন্তরিক ভাবে খুব ভালবাসেন বলেই গরিব জনসাধারণের কল্যাণে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। মন্ত্রী জনতার উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি সদয় দৃষ্টি হয় আর আমাকে পুনরায় নৌকা প্রতীক দিয়ে পাঠান তাহলে আমি আবারো আপনাদের কাছে ভোট চাইতে আসবো। আশা করি আপনারা ভোটের মাধ্যমে জয়ী করে উন্নয়নের ধারা কে অব্যাহত রাখবেন।
১০(জুন) শনিবার সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর এলাকায় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জন-স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত ৫০ কোটি টাকা ব্যায় সাপেক্ষে বরাদ্দের অংশ হিসেবে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় দারিদ্র অসহায় মানুষের মধ্যে ২শত গভীর নলকূপ ও ৮শত টুইন-পিট ল্যাট্রিন বিতরণ কাল তিনি তার বক্তব্যে এ কথা বলেন।