ঢাকা২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আগৈলঝাড়ায় সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ভেকু দিয়ে কাটছে কৃষি জমি

বার্তা বিভাগ
জুন ১০, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কৃষি জমির মাটি ভেকু দিয়ে কেটে বাড়ী তৈরী করছে এক প্রভাবশালী। উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের গোপাল পান্ডের ছেলে প্রবাসী বিভাষ পান্ডে আস্কর গ্রামে (আস্কর নতুন হাটের উত্তর পাশে) গতকাল শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে পৈত্রিক সূত্রে পাওয়া ৬০ শতাংশ কৃষি জমি ভেকু দিয়ে মাটি কেটে বাড়ী ও পুকুড় তৈরী করছে।

সরকারি নিয়মে কৃষি জমি নষ্ট করে ভেকু দিয়ে মাটি কেটে স্থাপনা তৈরীতে নিষেধাজ্ঞা থাকলেও দুবাই প্রবাসী বিভাষ পান্ডে
সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মাটি কাটা অব্যাহত রেখেছেন। এতে ভূমি ধ্বসের হুমকির আশঙ্কা করছেন পার্শ্ববর্তীর জমির মালিককেরা। স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, বিভাষ পান্ডে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধ ভাবে ভেকু দিয়ে কৃষি জমির মাটি কেটে পুকুড় ও বাড়ী তৈরী করছে। এতে আমাদের আশ পাশের জমিতে ফসল উৎপাদন ব্যাহত হবে। এ বিষয়ে প্রসাশনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে অভিযুক্ত প্রবাসী বিভাষ পান্ডে সাংবাদিকদের জানান আমি দীর্ঘ সারে ১৫ বছর বিদেশে অবস্থান করার ফলে কৃষি
জমি নষ্ট করে ভেকু দিয়ে মাটি কাটার বিষয়ে সরকারের নিষেধজ্ঞার বিষয়ে আমার কিছু জানা নেই। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, কৃষি জমি নষ্ট করে ভেকু দিয়ে মাটি কাটার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com