ঢাকা১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জগন্নাথপুরে ১৭ বছরের তরুণের আত্মহত্যা

বার্তা বিভাগ
জুন ৯, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

ওয়াহিদুর রহমান,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে আরমান আহমদ (১৭) নামক এক যুবক আত্মহত্যা করেছে।

সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের দবির মিয়ার পুত্র।

পারিবারিক সূত্রে জানাযায়, ৮ (জুন) বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের দবির মিয়ার পুত্র আরমান আহমদ (১৭) কে তার নিজ বসতঘরে গলায় ফাঁসদেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন।

খবর পেয়ে জগন্নাথপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরির্দশক মিজানুর রহমান জানান,আত্মহত্যার কারণ কি হতে পারে এখনও জানা যায়নি। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com