ওয়াহিদুর রহমান,জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-
সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনিসহ তিন চোরাইমাল পাঁচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।
৯ (জুন) শুক্রবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, ৮ (জুন) বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর-শান্তিগঞ্জ (সার্কেল) সুভাশীষ ধর-এর দিক-নির্দেশনায় ও জগন্নাথপুর থানার পুলিশ পরির্দশক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এসআই জিয়া উদ্দিনের সহযোগিতায় একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলা থেকে চোরাই পথে আসা জগন্নাথপুর পৌর-শহরের হবিবনগর ডরেরপাড় নামক এলাকায় পলাতক আসামী নিমাই’র ভূষি মালের গুডাউনের ভিতর ও দোকানের সামনের রাস্তায় ২টি পিক-আপ গাড়ী ভর্তি ৬৫ বস্তা ভারতীয় চিনি আটক করে। যার মূল্য অনুমান ৩ লাখ ৯০ হাজার টাকা।
এ সময় ছাতক উপজেলার বাজনা মহল গ্রামের পিকআপ চালক মোঃ জাহিদ হাসান (২৩), প্রদীপ দেবনাথ (২৫), নির্দন দাসকে (৪০) গ্রেফতার করে থানা-পুলিশ।
আসামিদের বিরুদ্ধে এস.আই. জিয়া উদ্দিন বাদী হয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়ের করেন।