মোঃশাজু রহমান,ভান্ডারিয়া প্রতিনিধি:
ভান্ডারিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা সাহেব আলী হাওলাদারের বসতঘর গত ৪ ই জুন অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ভান্ডারিয়া ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও সাহেব আলীর ঘরের প্রয়োজনীয় কিছুই রক্ষা করতে পারেনি।
নুতন ঘর তোলার সামর্থ্য নেই ক্ষতিগ্রস্ত সাহেব আলীর।
এমন ঘটনা শোনার পরে ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম আজ ৮ই জুন বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন কালে তার প্রতিষ্ঠিত মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৩ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।
এমন সহায়তা প্রদান করায় খুশি এলাকাবাসী। গত ৭ বছর ধরে ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম তার প্রতিষ্ঠিত মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে ভান্ডারিয়ার এমন হাজারো সুবিধা বঞ্চিত মানুষকে সাহায্য করে আসছেন।