ঢাকা১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নীলফামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন

বার্তা বিভাগ
জুন ৮, ২০২৩ ৮:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

আরফিনুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

‘‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে সাতদিন ব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটি শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এরপর দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুষ্ট সমন্বয় কমিটির সভাপতি ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা পুষ্ট সমন্বয় কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. মোঃ হাসিবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী প্রমূখ।
আলোচনা সভায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন ও জেলা পুষ্টি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন।

আলোচনা সভায় বক্তারা বলেন,‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের সংবিধানে পুষ্টির স্তর উন্নয়নের কথা লিপিবদ্ধ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পুষ্টির স্তর উন্নয়ন করতে সক্ষম হয়েছে বলেই আজ গড় আয়ু ৭২ বছরে পৌঁছেছে। আমাদের সকলের শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারনা দিতে হবে। তৃণমূল পর্যায়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুসহ সকল মানুষের পুষ্টির স্তর উন্নয়ন, জীবনমান বৃদ্ধি ও সার্বিক জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মাঠ পর্যায়ের কর্মীরা।’

এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেসবাহুল হক, সদর উপজেলা কৃষি সম্প্র

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com