ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্কুল শিক্ষার্থীকে উত্যক্ত এবং ওড়না কেড়ে নেয়ার দৃশ্য ভিডিও করায় দুই কলেজছাত্র আটক

বার্তা বিভাগ
জুন ৫, ২০২৩ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

এ.এন.এম মুস্তাকিম, নাটোর প্রতিনিধি:

নাটোরে প্রাইভেট পড়তে যাওয়া আসার পথে এক স্কুল শিক্ষার্থীকে উত্যক্ত করা ও তার গলা থেকে ওড়না কেড়ে নিয়ে ভিডিও করায় আব্দুল্লাহ ও সিয়াম হোসেন নামে দুই কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জুন) রাতে শহরের আলাইপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে মোবাইল ফোন ভিডিও করা ওই কিশোরকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

আটককৃত আব্দুল্লাহ শহরের হাফরাস্তা মহল্লার আলীম শেখের ছেলে ও এন এস কলেজের ২য় বর্ষের ছাত্র এবং সিয়াম হোসেন নিচাবাজার মহল্লার নুরুজ্জামান বাবুর ছেলে ও সদ্য এসএসসি পাস করা ছাত্র।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, বুধবার সন্ধ্যার দিকে শহরের মীরপাড়া এলাকার ৯ম শ্রেণির এক ছাত্রী আলাইপুর ফৌজদারি পাড়া দিয়ে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে ফৌজদারি পাড়া পুকুর পাড়ে কয়েকজন কিশোর তার পথরোধ করে।এ সময় মেয়েটি পালানোর চেষ্টা করলে তারা মেয়েটির সঙ্গে ধস্তাধস্তি করা সহ মেয়েটির ওড়না খুলে নেয় এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করে রাখে।
এ সময় মেয়েটি চিৎকার দিয়ে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান শুরু করে।

পরে গত রাতে ঘটনার মূল হোতা আব্দুল্লাহ ও সিয়ামকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com