সরকারবিরোধী আন্দোলনে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ উত্তাল হয়ে উঠেছে।এই বিক্ষোভে লাখ লাখ মানুষ অংশ নিয়েছে। ১৯৮৯ সালে কমিউনিস্ট সরকারের পতনের পর এটাই বড় আন্দোলন।
ক্ষমতাসীন ন্যাশনালিস্ট ল এন্ড জাস্টিজ পার্টির বিরুদ্ধে পোল্যান্ডের অধিকাংশ বিরোধী দল আন্দোলনে নেমেছে।
ওয়ারশ মেয়রের অফিস জানিয়েছে, এই আন্দোলনে প্রায় পাঁচ লাখের বেশি মানুষ অংশ নিয়েছে।
উল্লেখ্য,জীবনযাপন ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি ও নারী অধিকারের মতো নানা বিষয়ে তারা এই সরকারবিরোধী আন্দোলনে নেমেছে। এছাড়া নতুন একটি আইন পোল্যান্ডের গণতন্ত্রকে হুমকিতে ফেলতে পারে বলেও আন্দোলনকারীরা শঙ্কা করছেন।-বিবিবি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: thesocialtimes24@gmail.com