আল-আমিন খোকন, জেলা প্রতিনিধি-রাজবাড়ী:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেসলে বাংলাদেশ লিমিটেডের সারা বাংলাদেশের কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীতে রাজা সূর্য কুমার ইনস্টিটিউশন এর বাংলাদেশ লিমিটেড এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।
উক্ত অনুষ্ঠানে রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জনাব আব্দুর রাজ্জাক, সরকারি প্রধান শিক্ষক এবং নেসলে বাংলাদেশ লিমিটেডের রাজবাড়ী নিউটিশন অফিসার জনাব রোকনুজ্জামান রোকন এবং রাজবাড়ীর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নেসলে বাংলাদেশ লিমিটেডের রাজবাড়ী নির্দেশন অফিসার ডিস্ট্রিবিউটর এবং রাজা সূর্য কুমারী ইনস্টিটিউশনের শিক্ষক, ছাত্রছাত্রীদের সমন্বয়ে বর্ণাঢ্য ও বর্ণিল পরিবেশের মধ্য দিয়ে রাজবাড়িতে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।
রাজা সূর্য কুমারী স্কুলের প্রধান শিক্ষক, নেসলে বাংলাদেশ নিউট্রিশন অফিসার রোকনুজ্জামান রোকন বলেন, আজ পাঁচ জুন পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশের উদ্যোগে সারা সারা বাংলাদেশের কর্মসূচির অংশ হিসেবে রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচির আয়োজককারীকে অনেক শুভকামনা এবং ভবিষ্যতে নেসলে বাংলাদেশ এই কর্মসূচি অব্যাহত রাখবে এই আশা ব্যক্ত করছি।