ঢাকা১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

গাবান্ধায় পুলিশের অভিযানে ১৬০ বোতল ফেন্সিডিলসহ ২ ব্যক্তি গ্রেফতার

বার্তা বিভাগ
জুন ৫, ২০২৩ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশ রংপুর-বগুড়াগামী মহাসড়কে এক অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেন্সিডিলসহ আব্দুল্লা আল মামুন(৩৪) ও হাসিবুল ইসলাম ওরফে টুটুল(২৯) নামের ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে। আব্দুল্লা আল মামুন তানোর উপজেলার হরিশপুর মধ্যপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র ও হাসিবুল ইসলাম ওরফে টুটুল একই উপজেলার হরিশপুর উত্তরপাড়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর পুত্র।

জানা গেছে, সোমবার (৫ জুন) সকাল আনুমানিক ১১টায় পলাশবাড়ী পৌরসভার বাঁশকাটা গ্রামের ব্রাক মোড়ের পূর্ব পাশে রংপুর-বগুড়াগামী মহাসড়কের উপর অভিযানকালে রংপুর-রাজশাহীগামী বিআরটিসি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৫৯৫৩) থামিয়ে তল্লাসী চালিয়ে ১৬০ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com