ঢাকা৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

জ্যৈষ্ঠের দহনে পুড়ছে গাইবান্ধা, তীব্র গরমে দুর্বিষহ জনজীবন

বার্তা বিভাগ
জুন ৪, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

সারাদেশে বয়ে চলছে তাপদাহ। তীব্র গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এ যেন জ্যৈষ্ঠের দহনজ্বালা। আর সেই জ্বালায় পুড়ছে গাইবান্ধা জেলা।

কিছুতেই থামছেনা ভ্যাপসা গরম। সঙ্গে যুক্ত হয়েছে অসহনীয় লোডশেডিং। ফলে নাজুক হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। দিনে যেমন রোদের প্রতাপ, রাতে তেমন গরম হাওয়া। বাইরে প্রচন্ড গরম, আর বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে হাঁপিয়ে উঠছে প্রাণীকুল।

সবচেয়ে বেশী কষ্ট পাচ্ছে খেটে খাওয়া মানুষ। গরম উপেক্ষা করেই জীবন জীবিকার তাগিদে বাইরে বের হতে হচ্ছে। গরমের তীব্রতা থেকে রক্ষায় অনেককে দেখা গেছে পার্ক, রাস্তার পাশে গাছের ছায়ায় বিশ্রাম নিতে। নদী খাল বিলে পানি না থাকায় পাটসহ বিভিন্ন প্রজাতির সব্জির মারাত্ন ক্ষতি হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে জেলার অনেক জায়গায় এক পসলা প্রশান্তির বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায় করা হচ্ছে।

বিদ্যুতসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গরমের তীব্রতা না কমলে লোডশেডিং পরিস্থিতির আরো অবনতি হতে পারে। অপর দিকে আবহাওয়া অঅধিদপ্তর জানিয়েছে, সারাদেশে মৃদু থেকে মাঝারি তাপদাহ চলবে আরও কয়েক দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]