ঢাকা৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বার্তা বিভাগ
জুন ৪, ২০২৩ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

তাপস মজুমদার(কালিগঞ্জ-সাতক্ষীরা) প্রতিনিধিঃ

কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে ৪ জুন রবিবার সকাল সাড়ে দশটায় বিদ্যালয়ের হল রুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষা কারিকুলামে মূল্যায়ন ও শিক্ষাক্রমে বিদ্যালয়ের শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই অভিভাবক মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক  রবীন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাশার, সহকারী শিক্ষক রুহুল কুদ্দুস খান, সহকারী শিক্ষক তুহিন  হুদা, সহকারী শিক্ষক জিয়াউর রহমান, প্রমুখ।

নতুন শিক্ষা কারিকুলাম এর মূল্যায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও সমাবেশে  অভিভাবকরা বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করলে সম্মানিত শিক্ষকরা তার উত্তর দেন। বর্তমান কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার গুণগতমান উন্নয়নে ম্যানেজিং কমিটি তথা বিদ্যালয়ের সম্মানিত  শিক্ষকরা নিরলস ভাবে আন্তরিক হয়ে কাজ করছেন।

বিশেষ করে বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে প্রায় তিন লক্ষ টাকা ব্যয় করে নতুন ভবনের গ্রিল নির্মাণ করা হয়েছে। আগামীতে  স্কুলের অসমাপ্ত  প্রাচীর ও গেট নির্মাণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]