তাপস মজুমদার,(কালিগঞ্জ-সাতক্ষীরা) প্রতিনিধিঃ
কালিগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটায় অভিযান, নগদ টাকা জরিমানা ও ভাটা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার মহৎপুর গ্রামের মৃত হারাণচন্দ্র পাল এর ছেলে নিরঞ্জন কুমার পাল দীর্ঘদিন যাবৎ কাঠদিয়ে ইট পুড়িয়ে ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০২ জুন) বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার চৌকস সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমান আদালতের সুযোগ্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী।
এসময়ে তিনি নিরঞ্জন কুমার পালকে অবৈধভাবে ইটের ব্যবসা করার অভিযোগে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন এবং গ্রাম্য মেটো ইটের ভাটাটি বন্ধ করে দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: [email protected]