ঢাকা৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে গণসচেতনতা সৃষ্টিতে দুর্নীতি প্রতিরোধে পদযাত্রা রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বার্তা বিভাগ
জুন ২, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

তাপস মজুমদার,(কালিগঞ্জ-সাতক্ষীরা) প্রতিনিধিঃ

গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক পদযাত্রা আলোচনা সভা ও রচনা বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় ৩১ মে বুধবার সকাল ৯ঃ০০ টায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষক ম্যানেজিং কমিটি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের অংশগ্রহণে পদযাত্রা অনুষ্ঠিত হয়। পরে দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিকের ভূমিকায় মুখ্য বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু এর সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক সুকুমার দাস বাছুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাঈদ মেহেদী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বড় সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান, অধ্যাপক শ্যামাপদ দাস, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ সদস্য ইলা দেবী মল্লিক, মাওলানা আশরাফুল ইসলাম আজিজ সৈয়দ মাহমুদুর রহমান ভাড়াসিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার প্রমূখ।

অনুষ্ঠানের শেষে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে পুরস্কার সহ রচনা উপযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কমিটির সদস্য, সাংবাদিক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যেরা উপস্থিত ছিলেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]