ঢাকা১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভাইয়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন আলহাজ্ব হারুন অর রশিদ খান

বার্তা বিভাগ
জুন ১, ২০২৩ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

নাসিম আহমেদ ;শিবপুর নরসিংদী:

হাজারো মানুষের ভেজা চোখে বিদাই দিলেন, শিবপুরের অভিভাবক, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক ২৫ বছরের সভাপতি, উপজেলা পরিষদের বার বার সম্মানিত চেয়ারম্যান  – আলহাজ্ব হারুন অর রশিদ খান।

৩১ শে মে রোজ বুধবার বিকেল ৫:১৫ মিনিটে ঢাকা এবার কেয়ার হসপিটাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩বছর। এই বর্ষিয়ান রাজনীতিবিদ গত ২৫ শে ফেব্রুয়ারি ভোর ৬:২০মিনিটে উনার নিজ বাসা সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হন।

আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার কিছু উন্নতি হলে ইন্ডিয়ার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করানো হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বাড়িতে চলে আসেন। এক সপ্তাহ পর ওনার অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকদের সাথে যোগাযোগ করে  ঢাকার  হসপিটালে প্রথমে ভর্তি করা হয়।  আরো অবনতি ঘটলে লাইফ সাপোর্ট নেওয়া হয়।

অবশেষে না ফেরার দেশে পাড়ি দেন তিনি।  আজ  রাত ৮টায় ভাইয়ের কবরের পাশেই চিরনিদ্রায় শাইত হলেন  প্রিয় অভিভাবক, প্রিয় নেতা।  সবার মুখে একই বাক্য, আল্লাহ যেন প্রিয় নেতাকে জান্নাত নসিব করেন- আমিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]