তাপস মজুমদার,(কালিগঞ্জ,সাতক্ষীরা)প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯ মে সোমবার সকাল দশটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিতে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ এমাদ আলী মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ ,কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মাহবুবুর রহমান সহ আইন শৃঙ্খলা কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে কালিগঞ্জ উপজেলায় ডাম্পার বাংলা টলি অবৈধ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে । তবে বিশেষ প্রয়োজনে রাত দশটার পর থেকে চলাচল করতে পারে, কোনক্রমে দিনের বেলা এসব যানবাহন সড়কে দেখা গেলে সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে অবহিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।