আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
চলতি গ্রীষ্ম মৌসুমের শুরু থেকে প্রচণ্ড গরম ও তাপদাহে সারাদেশে কদর বেড়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের চিউইং (চিবিয়ে খাওয়া) জাতের আখের।
বৈশাখের শুরু থেকেই প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা ট্রাকসহ বিভিন্ন যানবাহনে নিয়ে যাচ্ছে এ রসালো নরম আখ। উপজেলার কমারদহ ইউনিয়নের কৃষকরা এ বছর অধিক হারে জমিতে চাষ করেছেন চিউইং বিভিন্ন লাল জাতের আখ। এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় আখের রোগ বালাই ও পোকার আক্রমণ কম ছিল।
এ কারনে ফলন ভাল হয়েছে। চাহিদা বাড়ায় দর ভালো পেয়ে লাভবান হচ্ছেন চাষিরা। আখ কিন্তে আসা ব্যবসায়ী ও পাইকাররা জানান, বর্তমানে প্রয়োজনীয় উপকরণের মুল্য বৃদ্ধির কারনে আখ চাষে ব্যয় বেড়েছে। তবে এ বছর আখের ফলন ভালো এবং বাজারে চাহিদা থাকায় দাম ভালো পাওয়ায় লাভও হচ্ছে। বিগত ২/৩ বছরে করোনার কারনে আখ বিক্রি হয়নি। ক্ষেতেই শত শত বিঘার আখ নষ্ট হয়েছে। এবার কিছুটা হলেও সে ক্ষতি পুষিয়ে উঠবে।