ঢাকা১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় চিউইং জাতের আখের কদর বেড়েছে

বার্তা বিভাগ
মে ২৮, ২০২৩ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

চলতি গ্রীষ্ম মৌসুমের শুরু থেকে প্রচণ্ড গরম ও তাপদাহে সারাদেশে কদর বেড়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের চিউইং (চিবিয়ে খাওয়া) জাতের আখের।

বৈশাখের শুরু থেকেই প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা ট্রাকসহ বিভিন্ন যানবাহনে নিয়ে যাচ্ছে এ রসালো নরম আখ। উপজেলার কমারদহ ইউনিয়নের কৃষকরা এ বছর অধিক হারে জমিতে চাষ করেছেন চিউইং বিভিন্ন লাল জাতের আখ। এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় আখের রোগ বালাই ও পোকার আক্রমণ কম ছিল।

এ কারনে ফলন ভাল হয়েছে। চাহিদা বাড়ায় দর ভালো পেয়ে লাভবান হচ্ছেন চাষিরা। আখ কিন্তে আসা ব্যবসায়ী ও পাইকাররা জানান, বর্তমানে প্রয়োজনীয় উপকরণের মুল্য বৃদ্ধির কারনে আখ চাষে ব্যয় বেড়েছে। তবে এ বছর আখের ফলন ভালো এবং বাজারে চাহিদা থাকায় দাম ভালো পাওয়ায় লাভও হচ্ছে। বিগত ২/৩ বছরে করোনার কারনে আখ বিক্রি হয়নি। ক্ষেতেই শত শত বিঘার আখ নষ্ট হয়েছে। এবার কিছুটা হলেও সে ক্ষতি পুষিয়ে উঠবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com