ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

 খুলনা বিভাগীয় পর্যায়ে লোক সংগীতে কালীগঞ্জের দুই শিক্ষার্থীর  প্রথম স্থান  অর্জন 

বার্তা বিভাগ
মে ২৮, ২০২৩ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

তাপস মজুমদার,( কালিগঞ্জ-সাতক্ষীরা) প্রতিনিধিঃ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ খুলনা বিভাগীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে অভিজিৎ সরদার লোক সংগীতে ও সৃজা গাইন দেশাত্মবোধক গানে প্রথম স্থান অধিকার করেছে।

২৭ মে শনিবার খুলনা বিভাগীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অভিজিৎ সরদার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর পি কে এম মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পী। সৃজা গাইন কালিগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও দুই জনই বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের শিল্পী ।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ বিভাগীয় পর্যায়ে খ বিভাগে অভিজিৎ সরদার লোকসঙ্গীতে প্রথম স্থান অধিকার এবং সৃজা গাইন গ বিভাগে দেশাত্ববোধক সংগীতে প্রথম স্থান অধিকার করেছে।

তারা আগামী ৫ জুন ঢাকায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। কালীগঞ্জের দুই কৃতি সন্তান জাতীয়পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিষ্ণুপুর পি কে এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, বিষ্ণুপুর সাংস্কৃতিপ্রেমী নেতৃবৃন্দ সহ উপজেলা শিল্পকলা একাডেমীর নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]