পিটিআই চেয়ারম্যান ইমরান খান জানান, আদালত তাকে ‘অযোগ্য ঘোষণা’ করলে দলের নেতৃত্ব দেবেন দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি।
শনিবার লাহোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামান খান পার্কের বাসভবনে ইমরান খান বলেন, ‘যদি আমি অযোগ্য ঘোষিত হই, তাহলে দল চালাবে কোরেশি।’
উল্লেখ্য, ইমরান খান গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন । আধা সামরিক বাহিনী রেঞ্জার্স গত ৯ মে আদালত চত্বর থেকে তাকে গ্রেফতার করে। এরপর দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভের পর ইমরান খানকে চেপে ধরেছে সেনাবাহিনী।
শতাধিক মামলা হয়েছে ইমরান খানের নামে । এদিকে দলের কয়েক ডজন জ্যেষ্ঠ নেতা দলত্যাগ করেছেন। সাথে সাথে গ্রেফতার করা হয়েছে কয়েক হাজার নেতাকর্মীকে। যখন তার পার্টিকে(পিটিআই) নিষিদ্ধ করা হবে এমন গুঞ্জন উঠেছে ঠিক এ সময়ে ইমরান খান নতুন নেতৃত্বের ঘোষণা দিলেন। সূত্র- জিও
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: [email protected]