আরফিনুল ইসলাম, জেলা প্রতিনিধি – নীলফামারী
নীলফামারীর জলঢাকায় চলমান এস এস সি দাখিল পরিক্ষায় অন্যের হয়ে প্রক্সি দেওয়ার অপরাধে মুকুল ইসলাম (১৯) নামের এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২৭ মে) পরিক্ষা চলাকালীন সময় জলঢাকা ছিটমীরগঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ দণ্ড দেওয়া হয়।
মুকুল ইসলাম নীলফামারী সদর উপজেলার দুহুলী চংকা পাড়ার মোঃ জাহিদুল ইসলামের ছেলে।
জানান যায়, চলমান দাখিল পরিক্ষায় বন্ধুর পরিক্ষায় প্রক্সি দিতে আসেন ওই যুবক। এসময় উপজেলা নির্বাহী অফিসার মঈনুল ইসলাম কেন্দ্র পরিদর্শনে গেলে তাকে দেখে সন্দেহ হয়। পরে প্রবেশ পত্র ও রেজিষ্ট্রেশন কার্ডের সাথে ছবি ও নাম পরিচয় না পাওয়া গেলে পাবলিক পরীক্ষা সমূহ অপরাধ আইন-১৯৮০ এর ( তিন) ধারায় তাকে ১ বছরের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ০৭ দিনের জেল প্রদান করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে ছিটমীরগঞ্জ ফাজিল মাদ্রাসা পরিক্ষা কেন্দ্রের সচিব আব্দুর রশীদ বলেন, ইউএনও স্যার এসে পরিক্ষা চলাকালীন ওই যুবককে কারাদন্ড দেন। ওই যুবক অন্যের প্রক্সি দিচ্ছিলো পরিক্ষায়।
উপজেলা নির্বাহী অফিসার মঈনুল ইসলাম বলেন, অন্যের পরিক্ষা দেওয়ার অপরাধে তাধে কারাদন্ড দেওয়া হয়েছে। সেই সাথে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায় বলেন, যথাযথ পুলিশ স্কট এর মাধ্যমে ওই যুবককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।