আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বালাসীঘাট হতে জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাটের উদ্দেশ্যে চলাচল শুরু করেছে যাত্রীবাহী নৌকা। এতে করে যাত্রী ভোগান্তি কমতে শুরু করেছে। ঘাট ইজারার মালিক কর্তৃপক্ষ বললেন, শিঘ্রই শুরু লঞ্চ চলাচল হবে।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট ও জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট হতে প্রতিনিয়ত স্থানীয়সহ বিভিন্ন জেলার অসংখ্য মানুষ এ নদী পথে যাতায়াত করেন। শুকনো মৌসুমে নদীর নাব্যতা সংকটে বালাসীঘাট হতে প্রায় ২ হতে ৩ কিলোমিটার দূরে ঘাট সরে যায়। ফলে খেয়া পাড় হয়ে কখনও হেঁটে কখনও বা ঘোড়ার গাড়ীতে গন্তব্যস্থানে পৌঁছতে হয়।
বর্তমানে নদীর পানি বৃদ্ধিতে স্বস্তি ফেরেছে যাত্রী সাধারনের। কমতে শুরু করেছে বালুচরে হাটার ভোগান্তি। গাইবান্ধার বালাসীঘাটের নৌকা ও লঞ্চ ইজারাদার মালিক কর্তৃপক্ষ পাপুল সরকার জানান, নদীর ঘাট এখন বালাসীর মুল পয়েন্টে। আপাতত নৌকা চলাচল করলেও প্রত্যাশা শিঘ্রই লঞ্চ চলাচল শুরু হবে। এ জন্য যাত্রীদের কাঙ্খিত সেবা দিতে ও নিরাপত্তার স্বার্থে নৌকায় লাইফ জ্যাকেট, বয়া ও পলিথিন রাখা হয়েছে। যাতে যাত্রীরা স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারবেন।