তাপস মজুমদার,কালিগঞ্জ-সাতক্ষীরা প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকা এর বাস্তবায়নে ২৫ মে বৃহস্পতিবার বেলা ২ টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী মৌলিক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান এর সঞ্চালনায় দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মিডিয়া কমিউনিকেশন কর্মকর্তা সৈয়দ আশরাফ। প্রশিক্ষণের সমাপনীতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম প্রমুখ।
প্রশিক্ষনে বক্তারা বলেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন ও কার্যকর করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান, ইউনিয়ন কমিটিকে স্থানীয় পর্যায়ে সতর্কীকরণ ব্যবস্থা ঝুকিহ্রাস কর্মসূচি উদ্ধার ও পুনউদ্ধার এবং সচেতনতা বৃদ্ধিমূলক কৌশল প্রণয়নের সহযোগিতা প্রদান, দুর্যোগ ঝুকি হ্রাস এবং উন্নয়ন প্রকল্প কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে ডিজাস্টার স্পেশালিস্ট অ্যাসেসমেন্ট নির্দেশনা অনুসরণ করতে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে।