ফজল মিয়া তরফদার, চুনারুঘাট প্রতিনিধি:
চুনারুঘাট উপজেলায় ডাকাতির প্রস্ততি কালে আন্তঃ জেলা ডাকাত দলের দু সদস্য কে অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক এস আই ছদরুল আমিন , এসআই দেলোয়ার হোসেন, এস আই মনির হোসেন ও উত্তম কুমার সহ এক দল পুলিশ ২৩/০৫/২৩ ইং রাত ২ টায় ৩ নং দেওর গাছ ইউনিয়নের জনৈক শামছু মিয়ার পরিত্যাক্ত ব্রীক ফিল্ড এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃ জেলা ডাকাত দলের দু সদস্য কে অস্ত্র সহ আটক করেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭/৮ জন ডাকাত পালিয়ে যায়। দু সদস্য হল- চুনারুঘাট উপজেলার নয়ায়ী গ্রামের তাউছ মিয়ার পুএ মোঃ বিল্লাল মিয়া (৩২) ও হবিগঞ্জ সদর উপজেলা আসেরা পুর্ব গ্রামের বায়োজিত আলীর পুএ মোঃ সোহেল রানা (৩৮)। তাদের কে চুনারুঘাট থানায় আটক করা হয়। উক্ত ডাকাত দের নামে থানায় আরো ৫ টি ডাকাতির মামলা রয়েছে বলে জানা জায়।