ঢাকা৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজবাড়ীর কলেজ পাড়ায় মঙ্গল কামনায় ১০০ বছর ধরে পালিত হচ্ছে কালীপূজা

বার্তা বিভাগ
মে ২৩, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আল-আমিন খোকন, জেলা প্রতিনিধি রাজবাড়ী:

রাজবাড়ী উপজেলার কলেজ পাড়ায় ১০০ বছরের বেশি সময় ধরে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রতিবছর কালীপূজার আয়োজন হয়।

রাজবাড়ী কলেজপাড়া কালী পূজা মন্দির কমিটির সভাপতি বাবু জয় দেব কর্মকার এবং সাধারণ সম্পাদক অশোক কুমার সরকার  বলেন, আমাদের বাবা দাদার সময় থেকে এই মন্দিরে দেশ এবং জাতির মঙ্গল কামনায় এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। তারা বলেন,  এই মন্দির অনেক দিন ধরে অবহেলিত অবস্থায় আছে।

আমরা সবাই মিলে কিছুটা সংস্কার করেছি এবং প্রতিবছর পূজা করার ব্যবস্থা করেছি। পূজা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক পূজা কমিটির পক্ষ থেকে রাজবাড়ীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন এবং মন্দিরের সংস্কার করার দাবি জানান।

এ সময় মন্দিরে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম তুহিন এবং ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশ। তারা বলেন, আমরা আগেও অনেক সহযোগিতা করেছি ভবিষ্যতে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আরো উপস্থিত ছিলেন ভক্তবৃন্দ এবং শুভাকাঙ্খী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]