এম জালাল উদ্দীন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান সোমবার সকালে সহকারী কমিশনার (ভূমি’) কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইলেজেশন করা, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধে ভূমি মালিকদের উদ্বুদ্ধ করার লক্ষে ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত স্মার্ট ভূমিসেবা শ্লোগানকে সামনে রেখে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, আওয়ামী লীগনেতা নির্মল অধিকারী, প্রধান সহকারী আব্দুল বারি, আনিছুর রহমান, সারাফাত হোসেন, অর্মত্য বিশ্বাস, জিহাদ উল্লাহ ও নাহিদ হোসেন সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উপজেলা ভূমি অফিসের ন্যায় উপজেলার প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে একইভাবে ভূমি সেবা সপ্তাহ পালন করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।