ঢাকা১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেড়িয়ে এলো শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বার্তা বিভাগ
মে ২২, ২০২৩ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

রায়হান সিদ্দিকী,  শার্শা প্রতিনিধি :

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ‍্য কর্মকর্তার বিরুদ্ধে মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত স্বাস্থ‍্য অধিদপ্তরের ১৩২ জন কর্মকর্তা-কর্মচারি।

কর্মকর্তা কর্মচারীদের অভিযোগের ভিত্তিতে ৩ দফা তদন্তের পরই বেরিয়ে এসেছে আরো একটি দুর্নীতির চাঞ্চল‍্যকর তথ‍্য।

জানা যায়, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারী শার্শা উপজেলা স্বাস্হ কর্মকর্তা হিসাবে যোগদানের পর থেকে স্বাস্থ‍্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী
একের পর এক অসংখ‍্য দুর্নীতি করেছেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে অশালীন আচরন করেছেন। চোখের সামনে অনেক অনিয়ম ও দুর্নীতি করলেও চাকরী খোয়ার ভয়ে মুখ খুলতে সাহস পায়নি অনেক কর্মকর্তা কর্মচারী। দিন দিন অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্হা হওয়ায় সাহস নিয়ে সবাই মিলে প্রতিবাদ ক’রলে দুর্নীতির বেড়াজালে আটকে গেছেন স্বাস্থ‍্য কর্মকর্তা।

যশোরের এনজিও “হিডো” সুমাইয়া আক্তার, সাবিকুন্নাহার, খুশি, সম্রাট, সোহেলী আক্তার রিতু ও মিরা এই ৬ জন সদস‍্য নিয়োগ দিয়ে শার্শা স্বাস্থ‍্য কমপ্লেক্সে পাঠালে স্বাস্থ‍্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী ৫ জনের কাছ থেকে ৫ লাখ এবং সোহেলী আক্তার রিতুর কাছ থেকে ৭০ হাজার টাকা নিয়েছেন বলে তারা জানিয়েছেন।

এই ৬ জনের প্রত‍্যকের মাসিক বেতন ৮ হাজার টাকা উল্লেখ থাকলেও তাদের বেতন দেয়া হয় ৬ হাজার টাকা । সুমাইয়া আক্তার ও খুশি স্বাস্থ‍্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলীকে টাকা দেয়ার বিষয়টি স্বীকার করেছেন।

এবিষয়ে ডাক্তার ইউসুফ আলীর কাছে জানতে চাইলে তিনি টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন।

উপজেলা স্বাস্থ‍্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলীর বিরুদ্ধে শার্শা স্বাস্থ‍্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের আনিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সম্পন্ন করেন যশোর সিভিল সার্জন অফিসের তদন্ত টিম।

প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ডা: ইউসুফ আলীর বিরুদ্ধে নতুন করে অসৎউপায়ে অর্থ বাণিজ্যের অভিযোগের তদন্ত সম্পন্ন করেছি। আমরা রিপোর্ট স্বাস্থ্য অধিদপ্তরে জমা দিবো। স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি পর্যবেক্ষণ করে তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]