এম জালাল উদ্দীন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছার মৌখালীর বাজারে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা তৈরি করে পানি বন্ধের অভিযোগ পাওয়া গিয়েছে।
সোমবার সরজমিনে গিয়ে দেখা যায়, পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্রামের প্রাণ কেন্দ্র মৌখালী বাজারে স্থানীয় আরজান আলী গাজী সরকারি জায়গায় অবৈধভাবে দখল করে দোকানপাট তৈরি করে দিদারসে ব্যবসা পরিচালনা করছে। যার ফলে উক্ত এলাকার পানি নিষ্কাসনের একমাত্র উপায় উল্লেখিত দোকানের নিচ(তলা) দিয়ে যাওয়া পাইপটি বন্ধ হয়ে অত্র এলাকার হাজারো মানুষের বৃষ্টি মৌসুম’সহ বছরের বিভিন্ন সময়ে বৃষ্টি হলে পানিবন্দী হয়ে থাকতে হয় বলে জানা গেছে।
তাছাড়া বাজারের মধ্যে দিয়ে চাঁদখালী অভিমুখে সরকার কতৃক লক্ষ লক্ষ ব্যয়ের রাস্তায় বৃষ্টির পানি বন্ধ হয়ে রাস্তাটিও বেশ ক্ষতি হচ্ছে বলে স্থানীয়দের অভিমত। এদিকে এলাকার পানি নিষ্কাশনের একমাত্র উপায়, উপরে উল্লেখিত দোকানের নিচ(তলা) দিয়ে যাওয়া পাইপটি, পূর্বের অবস্থায় পানি নিষ্কাসনের ব্যবস্থার জন্য আবেদন জানিয়ে প্রায় ১৫০ জন সাক্ষরিত এলাকাবাসী, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর বরাবর লিখিত অভিযোগ করেছেন।
এবিষয়ে ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান ও আব্দুল্লাহ সরদার বলেন বৃষ্টি মৌসুম’সহ বছরের যে কোনো সময়ে বেশি পরিমাণে বৃষ্টি হলে বাজারের মধ্যে খুবই জলবদ্ধতার সৃষ্টি হয় ফলে বাজারে অবস্থিত মসজিদের মুসল্লী’সহ দোকানদার ও এলাকাবাসীর চরম ভোগান্তির শিকার হতে হয়। চাঁদখালী ইউনিয়নের চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস এর কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন মৌখালী বাজারের পানি নিষ্কাসনের ব্যবস্থা করা অতীব জরুরী, দ্রুত উক্ত সমস্যা নিরসনের জন্য ইউএনও সাহেব এর কাছে আবেদন জানাচ্ছি।
উপরে উল্লেখিত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয় আমি অবগত এবং অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।