ঢাকা২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলেনস্কিকে ভরসা ও সাহস যোগালেন বাইডেন

বার্তা বিভাগ
মে ২২, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

যারা ইউক্রেনকে সমর্থন করছে তারা দুর্বল হয়ে যায়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এমন আশ্বাসই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাপানের হিরোশিমায় জি সেভেন সম্মেলনে বাইডেন এই আশ্বাস দেন।

জেলেনস্কিকে ভরসা দিয়ে বাইডেন বলেছেন, রাশিয়া তাদের ইউক্রেনকে সহায়তা করার প্রতিশ্রুতিতে ফাটল ধরাতে পারবে না। তিনি আরও বলেন, ‌‘আমরা দুর্বল হয়ে যাব না। পুতিন যেভাবে ভাবছে সেভাবে আমাদের ভেঙেচুরে ফেলতে পারবে না।’

এর আগেই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধ বিমান এফ-১৬ দেওয়ার বিষয়ে অনুমোদন দেওয়ার কথা জানায় । তবে ইউক্রেন সেই যুদ্ধ বিমান কেবল নিজেদের ভূখণ্ডেই ব্যবহার করতে পারবে । সাথে সাথে কোনোভাবেই ওই বিমান দিয়ে রাশিয়ার ভূখণ্ডে ঢুকে আক্রমণ করতে পারবে না ইউক্রেন।
তবে ইউক্রেন নিজেদের ভূখণ্ডে রুশ আগ্রাসন ঠেকাতে এই যুদ্ধ বিমান ব্যবহার করতে পারবে ।

এছাড়াও জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে আরও অস্ত্রশস্ত্র দেওয়ার নতুন পরিকল্পনাও প্রকাশ করেছে।-এএফপি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com