ঢাকা১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় ৭ ব্যক্তি আহত

বার্তা বিভাগ
মে ২২, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে অটোবাইক ও মটর সাইকেল মুখো-মুখী সংঘর্ষে চালকসহ ৭ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। থানা পুলিশের ঘটনাস্থল পরিদর্শন।

স্থানীয়রা জানান, গাইবান্ধার-সুন্দরগঞ্জ সড়কের বালারছিড়া নামক স্থানে আজ সোমবার (২২ মে) দুপুর আনুমানিক ২ টায় সুন্দরগঞ্জ হতে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী অটোবাইকের সাথে বিপরীত দিক থেকে আসা মটর সাইকেলের মুখো-মুখী সংঘর্ষ হয়।

এতে গাড়ী দু’টির চালকসহ ৭ ব্যক্তি আহত হয়। সেই সাথে গাড়ী দু’টি দুমড়ে মুচড়ে বিকল হয়ে পড়ে। ঘটনাস্থলের আশে-পাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে তাৎক্ষনিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ সুন্দরগঞ্জ হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে বিকেল আনুমানিক ৪টায় সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এরিপোর্ট লেখা অবধি আহতদের পরিচয় জানা যায়নি। তবে আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক মর্মে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]