আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে অটোবাইক ও মটর সাইকেল মুখো-মুখী সংঘর্ষে চালকসহ ৭ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। থানা পুলিশের ঘটনাস্থল পরিদর্শন।
স্থানীয়রা জানান, গাইবান্ধার-সুন্দরগঞ্জ সড়কের বালারছিড়া নামক স্থানে আজ সোমবার (২২ মে) দুপুর আনুমানিক ২ টায় সুন্দরগঞ্জ হতে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী অটোবাইকের সাথে বিপরীত দিক থেকে আসা মটর সাইকেলের মুখো-মুখী সংঘর্ষ হয়।
এতে গাড়ী দু’টির চালকসহ ৭ ব্যক্তি আহত হয়। সেই সাথে গাড়ী দু’টি দুমড়ে মুচড়ে বিকল হয়ে পড়ে। ঘটনাস্থলের আশে-পাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে তাৎক্ষনিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ সুন্দরগঞ্জ হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে বিকেল আনুমানিক ৪টায় সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এরিপোর্ট লেখা অবধি আহতদের পরিচয় জানা যায়নি। তবে আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক মর্মে জানা গেছে।