এম জালাল উদ্দীন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় বিদেশি মদ’সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর দিকনির্দেশনায় বরিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স’সহ পৌরসভার ৮ নং ওয়ার্ডের বয়েজ স্কুলের রোড থেকে পাইকগাছা পৌরসভার বাতিখালী ৭ নং ওয়ার্ডের মৃত বারেক শেখের ছেলে মোঃ রেজাউল ইসলাম (৩২) ও চেচুয়া গ্রামের আমিরুল ইসলাম দপ্তরির ছেলে মোহাম্মদ রবিউল ইসলাম দপ্তরী (৩০) কে ১ বোতল বিদেশি মদ’সহ আটক করেছে।
তাদের উভয়ের নামে থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভুক্ত’সহ অন্যান্য মামলার ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
উপরে উল্লেখিত বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তাদের কাছে বিদেশি অবৈধ মদ রয়েছে। সে অনুযায়ী তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে আসামিদেরকে আমরা ধরতে সক্ষম হয়েছি। আসামিদের নামে থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং সোমবার সকল আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।