ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মেয়ের বান্ধবীর সর্বনাশ করে ১০ লাখ টাকাতেও শেষ রক্ষা হলো না

বার্তা বিভাগ
মে ২১, ২০২৩ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

এ.এন.এম মুস্তাকিম, জেলা প্রতিনিধি-নাটোর:

নাটোরের লালপুরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বান্ধবীকে (১৫) ধর্ষণের অভিযোগে এনারুল ইসলাম (৪০) নামে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ মে) বিকেল উপজেলার ওয়ালিয়া এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এনারুল উপজেলার রামানান্দপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে বান্ধবীর বাবা এনারুল হাসুয়ার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে এনারুল পালিয়ে যায়। পরে বিষয়টি স্থানীয়ভাবে ১০ লাখ টাকায় মীমাংসা করেন। এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর ভুক্তভোগীর বাবা এনারুল ইসলামের নামে লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরে ওয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে বিবাদীকে গ্রেপ্তার করা হয়।

এদিকে ধর্ষণের শিকার ওই ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য লালপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com