আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
পাথর বোঝাই ট্রাক্টর উল্টে চালক কামরুল ইসলাম (২২) নিহত হয়েছে। ফায়ার সার্ভিস ও থানা পুলিশের অভিযানে নিহতের মরদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে রোববার (২১ মে) দুপুর আনুমানিক আড়াইটায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামার পাড়া ইউনিয়নের দক্ষিণ হাটবামুনী গ্রামে। নিহত চালক কামরুল ইসলাম উপজেলার ফরিদপুর ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামের আতোয়ারের পুত্র।
স্থানীয়রা জানান, দুপুর আনুমানিক আড়াইটায় চালক কামরুল ইসলাম জামুডাঙ্গার জাল্লাদূর মোড় থেকে ট্রাক্টরে পাথর নিয়ে ১নং দক্ষিন হাটবামুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে আসছিল। পথিমধ্যে ট্রাক্টরটি উল্টে জনৈক সিরাজুলের পুকুরে পড়ে গেলে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই কামরুল ইসলাম নিহত হন। খবর পেয়ে সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের কর্মী ও থানা পুলিশ দ্রুত এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ তথ্য নিশ্চত করে সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ নারায়ন চন্দ্র বর্মন ও থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, কামরুল ইসলাম নামের এক ট্রাক্টর চালকের মরদেহ উদ্ধার
করা হয়েছে।
এ রিপোর্ট লেখা অবধি ট্রাক্টরটি দূর্ঘটনাস্থলে পড়ে ছিল।